শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মহানবী সা.-কে যেভাবে অজু শিখিয়েছেন জিবরাঈল আ.

মহানবী সা.-কে যেভাবে অজু শিখিয়েছেন জিবরাঈল আ.

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : নামাজ ফরজের বিধান নাজিলের পর জিবরাঈল আলাইহিস সালাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। তার কাছে এসে তিনি তাকে অজু ও নামাজ পড়ার পদ্ধতি শিক্ষা দিয়েছিলেন।  নামাজ ফরজ হওয়ার পর জিবরাঈল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন তখন তিনি মক্কার একটি উঁচু জায়গায় ছিলেন। জিবরাঈল আলাইহিস সালাম তখন তার পেছনদিকে সমতল ভূমির এক প্রান্তে নিজের পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলেন। তৎক্ষণাৎ সেখান থেকে একটি ঝর্ণা বের হলো। তখন জিবরাঈল আলাইহিস সালাম অজু করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখলেন। জিবরাঈল আলাইহিস সালামের অজু করার উদ্দেশ্য ছিল যেন রাসূল সা. তার ‍অজু দেখে নিজে অজু ও নামাজের পদ্ধতি জেনে নিতে পারেন।এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাঈল আলাইহিস সালামকে যেভাবে অজু করতে দেখেছেন সেভাবে অজু করলেন। তারপর জিবরাঈল আ. রাসূল সা.-কে নিয়ে নামাজ আদায় করলেন। নামাজ ফরজ হওয়ার পর প্রথমদিকে প্রতি ওয়াক্তে দুই রাকাত করে নামাজ আদায় করা ফরজ ছিল। এরপর মুকীম অবস্থায় তা বাড়িয়ে চার রাকাত করা হয় এবং মুসাফির অবস্থায় আগের দুই রাকাতই বহাল রাখা হয়। (সীরাতুন্নাবী সা. ১/২২৪)

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন