মেনোত্তির চিরবিদায়ে যা বললেন শোকাহত মেসি
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপজয়ী কোচ সিজার লুইস মেনোত্তির মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। ১৯৮৬ সালের পর ২০২২ সালে তৃতীয় বিশ্বশিরোপা জিতেছিল আলবিসেলেস্তেরা। ৩৬ বছর পর পরম আরাধনার ট্রফি জয়ের নায়ক ছিলেন লিওনেল মেসি। দেশটির প্রথম বিশ্বকাপ জয়ী কোচের মৃত্যুতে শোকাহত আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক লিওনেল মেসি। মেনোত্তির মৃত্যুতে শোক প্রকাশ করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসি লিখেছেন, ‘আর্জেন্টিনার ফুটবলের অন্যতম গ্রেট আমাদের ছেড়ে চলে গেছেন। তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা। শান্তিতে ঘুমান।’ দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন মেনোত্তি। লোকচক্ষুর অন্তরালে্ও ছিলেন দীর্ঘদিন। আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, মৃত্যুর আগে রক্তশূন্যতায় ভুগে প্রায় মাসখানেক হাসপাতালে ভর্তিও ছিলেন।