রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

যানজট নিরসন ও সুন্দর্য বর্ধনে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান  

যানজট নিরসন ও সুন্দর্য বর্ধনে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান  

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার পর্যটন উপজেলা শ্রীমঙ্গল শহরকে যানজট মুক্ত ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে অভিযানে নেমেছে শ্রীমঙ্গল পৌরসভা। এসময় সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।  রোববার (৫ মে) সকালে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম অভিযান পরিচালনা করেন। এসময় স্টেশন রোডসহ বিভিন্ন সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা হয়। পথচারি ও ব্যবসায়ীরা বলছেন, কিছুদিন পরপর পৌর কতৃপক্ষ ফুটপাত দখলমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযান চালালেও আবারও এসব স্থান দখল হয়ে যানজট লাড়া ছাড়াও চলাচলকারীরা পড়েন দুর্ভোগে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, শহরকে যানজট মুক্ত রাখতে এবং শহরের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। কিছু ব্যবসায়ী আছে তারা তাদের দোকানের ময়লা আবর্জনা রাস্তায় ফেলে শহরের সৌন্দর্য নষ্ট করেন। শহর সুন্দর রাখতে কেউ যেন যত্রতত্র ময়লা না ফেলে এবং পৌর শহরকে যানজট মুক্ত ও পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা চান পৌর প্রকৌশলী। অভিযানের সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র হাজী মো. আব্দুল করিম, কাউন্সিলর আলকাছ মিয়া।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন