সোমবার, ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পাঁচবিবিতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানার মিছিল ও পথসভা অনুষ্ঠিত 

পাঁচবিবিতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানার মিছিল ও পথসভা অনুষ্ঠিত 
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:  ১৯ মে রবিবার বিকেলে প্রচারণার শেষ দিনে শতাধিক মহিলা দলবল নিয়ে পাঁচবিবি পৌর শহরের প্রধান প্রধান সড়কে তার ফুটবল মার্কায় ভোট চেয়ে মিছিল ও বারোয়ারী মন্দির চত্বর এবং ৩মাথা মোড়ে পথসভা করলেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচবিবি পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোছাঃ রেবেকা সুলতানা। লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে চাইলেন দোয়া,আশীর্বাদ ও একটি করে ভোট।জানা যায়, তিনি উপজেলার বালিঘাটা (খাসবাগুড়ী) টিএনটি পাড়া গ্রামের বাসিন্দা জয়পুরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনদরদী নেতা মীর রেজাউল করিমের সহধর্মিনী। এছাড়াও তিনি জয়পুরহাট জেলা পরিষদের সাবেক সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ রেবেকা সুলতানা বলেন, শেখ হাসিনার স্মার্ট উপজেলা গড়তে ও আপনাদের সুখে দুখে পাশে থাকতে কাজ করে যেতে চাই। আগামী ২১মে পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে আমার ফুটবল মার্কায় একটি করে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন এবং আপনাদের খেদমত করার সুযোগ দিয়ে দেখুন নিরাশ করবো না।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন