শুক্রবার, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

নোয়াখালীতে মাথাসহ হরিণের ৩০ কেজি মাংস উদ্ধার

নোয়াখালীতে মাথাসহ হরিণের ৩০ কেজি মাংস উদ্ধার

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে মাথা, চামড়া ও ৪টি পাসহ ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় জড়িত কাউকে আটক করা যায়নি। রোববার (১৯ মে) বিকেলে হাতিয়ার ঢালচরে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমানের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাতিয়া উপজেলার ঢালচর এলাকা থেকে মাথা, চামড়া ও ৪টি পাসহ ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে কোস্টগার্ডের অবস্থান টের পেয়ে চক্রটি কাটা হরিণগুলো রেখে পালিয়ে যায়। হাতিয়া কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চক্রটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে উদ্ধার করা হরিণের মাংসের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন