বুধবার, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শ্রীমঙ্গলে ৮ কেজি গাঁজাসহ আটক ২

শ্রীমঙ্গলে ৮ কেজি গাঁজাসহ আটক ২

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ মে) বিকেলে শ্রীমঙ্গল থানার এসআই সুভ্রত চন্দ্র দাশ এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সাতগাঁও এলাকায় চা কন্যার ভাস্কর্যের সামনা থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উত্তরপাড়া গ্রামের জিতু মিয়ার ছেলে আল-আমিন (২২) ও জাফর আলীর ছেলে সুমন মিয়া (২৭)।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, হবিগঞ্জের চুনারুঘাট মাদকের চালান আসার খবর পেয়ে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। এবং এক আসামি পালিয়ে গেছে। পলাতক ও আটক ৩জনের নামে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে আসামিদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন