বিএসটিআই এর মোবাইল কোর্টের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১৪হাজার টাকা জরিমানা
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : লালমনিরহাটে বিএসটিআই এর মোবাইল কোর্টের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১৪হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর ও জেলা প্রশাসন লালমনিরহাট এর উদ্যোগে লালমনিরহাট সদরে ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
বিএসটিআই হতে মোড়কজাত লাইসেন্স ব্যতীত ও প্যাকেটে প্রয়োজনীয় তথ্য না দিয়ে এবং নোংরা পরিবেশে উৎপাদন করার অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের আল্লাহর দান অটো চিড়া ও মুড়ি মিলকে ৫হাজার, মাস্টার অয়েল মিল (সরিষার তেল)কে ৩হাজার, ওজনে কম দেয়ার অপরাধে একই আইনে জিয়ারুলের মাংসের দোকানকে ১হাজার ও আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্রাংক এর বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় শাহীন এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনকে ৫হাজার জরিমানাসহ মোট ৪টি মামলার ১৪হাজার জরিমানা করা হয়। পাশাপাশি বড়বাড়ী বাজারের মাছ, মাংসের ৫টি দোকানে ব্যবহৃত ওজন- যন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতআরা ফেরদৌস। আদালতকে সহায়তা করবন বিএসটিআই রংপুর বিভাগীয় অফিস কার্যালয়ের, ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন, পরিদর্শক (মেট্রোলজি) প্রান্তজিত সরকার।
বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর প্রধান উপ-পরিচালক (মেট্টোলজি) মফিজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।