রবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মাদকের টাকা জোগাড় করতে নিয়মিত চুরি করেন সুজন

মাদকের টাকা জোগাড় করতে নিয়মিত চুরি করেন সুজন

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : নোয়াখালীর সোনাইমুড়ীতে সিঁধ কেটে চুরি করতে গিয়ে দেখে ফেলায় ঘরের মালিককে পিটিয়ে জখম করেন মো. সাহাব উদ্দিন ওরফে সুজন (৩২)। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  পুলিশ জানায়, মাদকের টাকা জোগাড় করতে নিয়মিত চুরি করেন সুজন। তার কাছ থেকে চোরাইকৃত মালামালসহ দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।  রোববার (২৬ মে) দুপুরে সোনাইমুড়ী থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস। গ্রেপ্তারকৃত সাহাব উদ্দিন ওরফে সুজন সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব চাঁদপুর গ্রামের ভুইয়া বাড়ির নুরুল আমিন কালা মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ মে রাতে পূর্ব চাঁদপুর গ্রামের বিশ্বজিত সাহার টিনশেড ঘরে চুরি করতে ঢুকেন সাহাব উদ্দিন। হঠাৎ সিন্ধু রঞ্জন সাহা টের পেয়ে কে কে বলে চিৎকার করলে সাহাব উদ্দিন দরজার ডাঁসা হাতে নিয়ে সিন্ধু রঞ্জন সাহার মুখে একাধিকবার সজোরে আঘাত করে গুরুতর জখম করেন। চিৎকার শুনে সিন্ধু রঞ্জন সাহার স্ত্রী কাজল সাহা এগিয়ে আসলে সাহাব উদ্দিন তার হাতে থাকা ডাঁসা দিয়ে তার মাথায়ও উপর্যুপরি আঘাত করেন। এতে কাজল সাহা রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এই ফাঁকে সাহাব উদ্দিন কাজল সাহার কানে থাকা একজোড়া স্বর্ণের দুল, গলায় থাকা একটি স্বর্ণের লকেট এবং ঘরে থাকা একটি বিদেশি টর্চ লাইট, একটি চায়না চার্জার লাইট, একটি স্যামসাং মোবাইল ও একটি নোকিয়া মোবাইল নিয়ে ঘর থেকে বের হয়ে যান। পরে স্থানীয়রা সিন্ধু রঞ্জন সাহা ও কাজল সাহাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে কাজল সাহা ঢাকার একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আছেন।  সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিশ্বজিত সাহা মামলা দায়ের করলে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি চুরির কথা স্বীকার করেছেন। তার স্বীকারোক্তিমতে মামলার গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। মূলত মাদকের টাকা জোগাড় করতে নিয়মিত চুরি করতেন সুজন। আসামি সাহাব উদ্দিনকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন