বুধবার, ৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কাঠের গুঁড়ায় রং মিশিয়ে বানানো হচ্ছিল হলুদ-মরিচের গুঁড়া

কাঠের গুঁড়ায় রং মিশিয়ে বানানো হচ্ছিল হলুদ-মরিচের গুঁড়া

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে কাঠের গুঁড়ার সঙ্গে রং মিশিয়ে মরিচ ও হলুদের গুঁড়া তৈরির দায়ে তিনটি কারখানা সিলগালা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বুধবার (৫ জুন) দুপুরে খাতুনগঞ্জের সেবা গলিতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহান। এসময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ ও মহানগর পুলিশের একটি দল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহান বলেন, ওই প্রতিষ্ঠানগুলোতে ক্ষতিকর রং ও কাঠের ভূষি মিশিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া তৈরি করছে। অভিযানের খবর পেয়ে কারখানা মালিকরা পালিয়ে গেছে। আমরা নমুনা সংগ্রহ করেছি। কারখানায় তালা মেরে দিয়েছি। এ বিষয়ে মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন