শুক্রবার, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

উলিপুরে বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছে থেকে ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে।

উলিপুরে বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছে থেকে ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর  উপজেলায় বোরো মৌসুমে সরাসরি কৃষকদের কাছে থেকে ধান ক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
 উপজেলা খাদ্যগুদামে বোরো মৌসুমে ধান ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা  নির্বাহী অফিসার মো: আতাউর রহমান,এ সময় উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্যের প্রতিনিধি মো: সাইদুল হক বাচ্চু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মিসবাহুল হোসাইন, ভারপ্রাপ্ত  খাদ্য পরিদর্শক এলএসডি মো:শফিকুল ইসলাম, কৃষক প্রতিনিধি পার্থ সারথী সরকার,  মিল চাতাল   মালিক সমিতির সভাপতি রেজাউল করিম রাজা ,  মিল চাতাল  মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহফুজা রহমান বুলেট, ব্যবসায়ী আব্দুল মজিদ হা‌রি,  উপজেলা কৃষি অফিসার মো: মোশারফ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তারিফুর রহমান সরকার, বিভিন্ন গণমাধ্যম কর্মী ও  আরো অনেকেই।অভ্যন্তরীণ বোরো  ধান সংগ্রহের জন্য উলিপুর উপজেলায় অনলাইন লটারি সম্পন্ন করা হয় ।কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় অভ্যন্তরীণ বোরো  ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের তথ্যাদি ধানের মোট বরাদ্দ ২২৮০ মে. টন,নিবন্ধিত কৃষক ৬৩০৮ জন,লটারিতে নির্বাচিত কৃষক ৭৬০ জন, প্রতি কেজি ধান ৩২ টাকা দরে প্রতি মন ধানের দাম ১২৮০ টাকা।
সিদ্ধ চালের বরাদ্দ ১৩১১ মে.  টন প্রতি কেজি সিদ্ধ চাল ৪৫ টাকা দরে।আতব চালের বরাদ্দ ৪৩.৯৮০ মে. টন।প্রতি কেজি আতব চাল ৪৪ টাকা দরে।
৭মে হতে ৩১ আগস্ট ২০২৪ পর্যন্তসংগ্রহ চলবে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন