মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

টানা বৃষ্টিতে ৩ কিলোমিটার বেড়িবাঁধে ভাঙন

টানা বৃষ্টিতে ৩ কিলোমিটার বেড়িবাঁধে ভাঙন

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কক্সবাজারের কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টিতে প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সমুদ্রের লোনা পানি লোকালয়ে প্রবেশ করে ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়াও প্রচণ্ড বাতাসে শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় অর্ধশত কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে। সোমবার বিকেলে আলী আকবর ডেইল ইউনিয়নের তেলিপাড়া এলাকায় তিন কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে সমুদ্রের লোনা পানি লোকালয়ে প্রবেশ করেছে, তা ছাড়া কৈয়ারবিল ইউনিয়নের উত্তর কৈয়ারবিল এলাকায় বেড়িবাঁধের ভেঙেছে বলে জানা গেছে। এদিকে প্রচণ্ড বাতাসে উপজেলা সদরে মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের তিনতলার টিনের ছাউনি, বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের টিনের ছাদ উড়ে গেছে। একাধিক স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে সকাল থেকেই। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুতুবদিয়া কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী এলটন চাকমা বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিভিন্ন স্থানে কাঁচাঘর, শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৩৩টির আংশিক ও দুটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে কুতুবদিয়া ইউএনও মো. মঈনুল হোসেন চৌধুরী বলেন, প্রচণ্ড বাতাস-বৃষ্টিতে এ পর্যন্ত ৩৫টি কাঁচা ঘরবাড়ি ক্ষতির খবর জানতে পেরেছি। আরও বিস্তারিত জানতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন