শুক্রবার, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

১০ কোটি টাকার আইসসহ রোহিঙ্গা আটক

১০ কোটি টাকার আইসসহ রোহিঙ্গা আটক

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরের নিকটবর্তী আকিজ পাহাড় নামক এলাকা থেকে দুই কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) মোহাম্মদ রফিক (৩৮) নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। রোববার (২৬ মে) র‌্যাব–১৫ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উক্ত পাহাড়ে অভিযান চালিয়ে তাকে আটকসহ প্রায় ১০ কোটি টাকা মূল্যের আইস উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, কক্সবাজারের উখিয়া রাজাপালংয়ের আকিজ পাহাড় এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রির উদ্দেশে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে একটি শপিং ব্যাগসহ পালানোর চেষ্টাকালে মাদক কারবারি মোহাম্মদ রফিককে আটক করা হয়। তিনি কুতুপালং ৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক–বি/২ এর মৃত ইব্রাহিমের ছেলে। তার দেহ ও তার হেফাজতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১০ কোটি টাকা মূল্যের ২ কেজি আইস উদ্ধার করা হয়। আটক রোহিঙ্গা মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন