শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সিলেটে চোরাই চিনি সহ গ্রেফতার ২  

সিলেটে চোরাই চিনি সহ গ্রেফতার ২  
সিলেট মহনগর এলাকা থেকে অভিনব কায়দায় পাচারকালে ২০০ বস্তা চোরাই চিনি জব্দসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুন) বেলা ১২টার দিকে সিলেট জেলার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে জব্দ ও আটক করে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। আটককৃতরা হলেন, ট্রাকের চালক রাজশাহী জেলার বেলা পুকুরিয়া এলাকার দুরুল হুদার ছেলে মো. সালাউদ্দিন (২৮) ও চালকের সহযোগী একই জেলার বহরমপুর এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে মো. মহাশিন (২৪)।  মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,  সিলেট শহরের দিকে আসা একটি ট্রাককে থামানোর জন্য পুলিশ সিগন্যাল দিলে ট্রাকটি সিগন্যাল অমান্য করে দ্রুতবেগে পালানোর চেষ্টা করে। এসময় ট্রাকটির পিছু ধাওয়া করে ট্রাকসহ এর ভিতর থাকা ওই দুইজনকে আটক করে তাদের শরীর ও গাড়ি তল্লাশী করা হয়। এসময় তাদের হোফাজত হতে  একটি হলুদ ও নীল রঙ্গের ট্রাক জব্দ করা হয়; যার রেজি. নম্বর ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৯, চেচিস নং- MAT3950 2012R20428, ইঞ্জিন নং- B591451081H63724260।  এর মধ্যে থাকা পাথরের ৩ ইঞ্চি স্তরের নিচ থেকে ত্রিপাল দিয়ে মোড়ানো কথিত ভারতীয় ২০০ বস্তা চিনিও জব্দ করা হয়।  প্রত্যেক বস্তার গায়ে ইংরেজিতে WHITE CRYSTAL SUGAR OF ORIGIN INDIA, DOUBLE SULPHI TATION, SHRI DUTT INDIA PRIVATE LIMITEDসহ আরো অনেক ইংরেজি শব্দ লেখা আছে। পুলিশ জানায়, প্রতি বস্তার ওজন আনুমানিক ৪৯ কেজি করে নয় হাজার আটশত কেজি ভারতীয় চোরাই চিনি রয়েছে; যার আনুমানিক বাজার মূল্য এগারো লাখ ছিয়াত্তর হাজার টাকা। এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন