সোমবার, ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সাজেকে ২১ বোতল বিদেশি মদসহ আটক ৫

সাজেকে ২১ বোতল বিদেশি মদসহ আটক ৫

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পার্বত্য জেলার পর্যটন এলাকার সাজেকে ২১ বোতল বিদেশি মদসহ ৫ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। রাঙামাটি বাঘাইছড়ির সাজেকে ২১ বোতল বিদেশিমদসহ পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ জুন) সকালে সাজেকের ড্রীম সাজেক রিসোর্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রিসোর্টে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশের একটি দল। এ সময় তল্লাশি চালিয়ে ২১টি বোতল বিদেশি মদসহ পাঁচ যুবককে আটক করা হয়। তাদের মধ্যে ৪ জন গাড়ি চালক, যারা দীর্ঘদিন গোপনে মাদক সরবরাহ করত বলে পুলিশ জানান। আটক যুবকরা হলেন জুয়েল রানা(২২), সুজন মিঞা(২৫), রবিউল আলম(৪২), হোসেন(২৬) ও বিক্রম(৩২)। আটকের বিষয়টি নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল হাসান খান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন