শুক্রবার, ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কিশোর গ্যাং এর হামলায় আহত মুন্না

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কিশোর গ্যাং এর হামলায় আহত মুন্না
গাইবান্ধা প্রতিনিধিঃ  জেলার পলাশবাড়ী পৌর শহরের ডিমল্যান্ড এডুকেশন পার্কে সংঙ্ঘবদ্ধ কিশোর গ্যাং চক্রের সদস্যদের হামলায় গুরুতর আহত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে পলাশবাড়ী পৌর শহরের জামালপুর গ্রামের বাসিন্দা সাজারুল ইসলামের পুত্র রক্তিম হাসান মুন্না (২২) ।
 গত ১৭ জুন ড্রিমল্যান্ড পার্কে এ ঘটনায় সে আহত হয়। গুরুতর আহত হওয়ার পর হতে সে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  অসহায় এ পরিবারটি সমাজের বিত্তবান ও  মাননীয় প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্টদের নিকট সন্তানের উন্নত চিকিৎসার ব্যবস্থা  ও ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবী জানান।
পলাশবাড়ী থানায় গুরুতর আহত রক্তিম হাসান মুন্নার বাবা সাজারুল ইসলাম বাদী হয়ে গত ১৮ জুন নামীয় ৭ জন কে ও অজ্ঞাত ৬/৭ জনের নামে একটি মামলা দায়ের করেছে। মামলা নং -১৮ তারিখ ১৮ জুন ২০২৪ ইং এর আসামীদের পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। স্থানীয় সচেতন মহল বলেন, উক্ত ঘটনার সাথে সরাসরি জড়িত কিশোর গ্যাং এর সদস্যরা বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে বটে তবে তাদের আশ্রয় দাতারা এলাকায় এখনো রয়েছেন। তারা ড্রিমল্যান্ড কে ঘিরে প্রতিনিয়ত ফিটিংবাজি করে থাকে ।  উল্লেখ্য, পলাশবাড়ী ড্রিমল্যান্ড এডুকেশন পার্কের ভিতরে থাকা দুই ব্যক্তি আগত দর্শনার্থীদের টার্গেট করে স্থানীয় কয়েকটি কিশোর গ্যাংদের কাজে লাগিয়ে ফিটিং দিয়ে অর্থ হাতিয়ে নেয়। একাধিক জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় পরিচালিত হয় এ কিশোর গ্যাং এর অপরাধ কর্মকান্ড। বছরের পর বছর এভাবে চলতে থাকলেও আজও তাদের বিরুদ্ধে বা ড্রিমল্যান্ড এডুকেশন পার্কের মালিকের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন