রাজারহাটে নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে মৎস্য সংরক্ষণ আইন ও মৎস্য খাদ্য আইন বাস্তবায়নে ৩৯টি নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জলাশয় থেকে জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেন রাজারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুল আলম। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে রোববার ৭জুলাই সকাল থেকে বিকাল ৩ঃ০০ঘটিকা পর্যন্ত উপজেলার ইটাকুড়ির দোলা, বাছরা, চাকির পশার বিলে অভিযান পরিচালনা করে ৩৪ টি চায়না দুয়ারি জাল, ৫টি কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় অভিযান ও পুড়িয়ে ধ্বংস কার্যক্রমকালে রাজারহাট থানা পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।