বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

হিলিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন।

হিলিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন।

হিলি দিনাজপুর প্রতিনিধি ঃ
ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন সহ বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামান্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ জুলাই বুধবার সকাল সাড়ে ১১টায় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামাল হোসেন রাজ চেয়ারম্যান হাকিমপুর উপজেলা পরিষদ। জনাব মোঃ শাহিনুর রেজা শাহিন ভাইস চেয়ারম্যান হাকিমপুর উপজেলা পরিষদ।জনাব মোছাঃ পারুল নাহার মহিলা ভাইস চেয়ারম্যান হাকিমপুর উপজেলা পরিষদ।
উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার জনাব অমিত রায়ের সভাপতিত্বে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদের অভ্যন্তরের পুকুরে যায় এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেনজনাব আব্দুল লতিফ মাষ্টার, বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ছদরুল ইসলাম, জনাব মোঃ জাহিদুল ইসলাম জাহিদ সভাপতি হাকিমপুর প্রেসক্লাব,জনাব মোঃ আনোয়ার হোসেন বুলু সাধারন সম্পাদক হাকিমপুর প্রেসক্লাব মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন রাজ এবং উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বক্তব্যে দেশী মাছের চাষ বৃদ্ধি করণ সহ পতিত সকল জলাসয় মাছ চাষের আওতায় আনার দাবি জানান। এ সময় সেখানে হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব মোঃ আশরাফ আলী প্রধান সহ বিভিন্ন এলাকার মৎস্য জীবি ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন হাকিমপুর উপজেলার মৎস্য কর্মকর্তা কামরুন নাহার।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন