বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মৌলভীবাজার পৌরসভার ১৫০ কোটি টাকার বাজেট ঘোষণা

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ১৫০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌরসভা হলরুমে সাংবাদিক, শহরের বিশিষ্টজন ও পৌরসভার কাউন্সিলসহ বিভিন্নস্তরের নাগরিকের উপস্থিতিতে সভায় এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো: ফজলুর রহমান।
তিনি ১৫০ কোটি ৯০ লক্ষ ৭৩ হাজার ৯২৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। পৌর কর্তৃপক্ষ রাজস্ব, উন্নয়ন ও মুলধনী খাতে ব্যয় করে এ অর্থ বছরে ১ কোটি ৭০ হাজার ৭৪০ টাকা উদ্বৃত্ত দেখিয়েছেন।
পৌরসভার কর্মকর্তা রুমেল আহমদের উপস্থাপনায় বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, পৌর কাউন্সিলর আনিছুজ্জাম্মান বায়েছ, পৌরসভা প্রকৌশলী আব্দুল মালেক প্রমুখ।
অনুষ্ঠানে শহরের বিশিষ্ট নাগরিক, পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণা অধিবেশনের আগে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন