বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

জলঢাকায় চার্জার ভ্যান সেলাই মিশিন ও ঢেউটিন বিতরণ

জলঢাকায় চার্জার ভ্যান সেলাই মিশিন ও ঢেউটিন বিতরণ
রবিউল ইসলাম রাজ : নীলফামারীর জলঢাকায় অনগ্রসর ও গরীব ব্যক্তিদের মাঝে চার্জার ভ্যান সেলাই মিশিন ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। ১০ অক্টোবর সকালে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ভাবে উপকার ভোগীদের হাতে চার্জার ভ্যান সেলাই মিশিন ও ঢেউটিন তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম সারোয়ার রাব্বি, উপজেলা প্রকৌশলী শিশির চন্দ্র দাস, উপজেলা সমাজসেবক কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনারুল কবীর রতন, জলঢাকা প্রেসক্লাবের সভাপতি কামারুজ্জামান কামরুল ও সাধারণ সম্পাদক শাহজাহান কবীর লেলিন, জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ ও সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম,কর্মরত সাংবাদিকবৃন্দ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রমূখ। উপজেলা অফিস সূত্রে জানা যায়,এবারে ‘উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল’ প্রকল্পের আওতায় এ উপজেলায় চার্জার ভ্যান পেয়েছে ৪৮ জন, সেলাই মিশিন পেয়েছে ৩৫ জন ও ঢেউটিন ৬৯ জন ব্যক্তি পেয়েছেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন