বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আদমদীঘিতে নারীসহ দুইজনের জেল জরিমানা

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে এক নারীসহ দুই জনের জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় তাদের বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করেন ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। দ-প্রাপ্তরা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ি এলাকার ফেরদৌস হাসানের স্ত্রী জোসনা বেগম (৪০) ও সান্তাহার ইউপির উৎরাইল গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে নওশাদ আলম (৩০)।
সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খথ সার্কেলের উপ-পরিদর্শক শামিমা আক্তার জানান, মঙ্গলবার দুপুরে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবন করার অপরাধে জোসনা বেগম ও নওশাদ আলমকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জোসনা বেগমকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- ও ১০০ টাকা জরিমানা এবং নওশাদ আলমকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও ৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন