ফরিদপুরে মেহগনি বাগান থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ফরিদপুর সদরের কুমার নদের পাড়ের একটি মেহগনি বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ। তিনি পেশায় একজন রিকশাচালক। পুলিশ ধারণা করছে ওই ব্যক্তিকে হত্যা করে তার ব্যাটারিচালিত রিকশা নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের পদ্মা নদীর পূর্বপাড়ে সাইনবোর্ড এলাকায় সিদ্দিক দেওয়ানের মেহগুনী বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির নাম মো. হারুন অর রশীদ (৪৫)। তিনি ফরিদপুর সদরের খালেক বাজার এলাকার মোক্কাদ্দেছ শেখ ও ছকিনা বেগমের সন্তান। তিনি পেশায় একজন রিকশাচালক। ফরিদপুরের নগরকান্দার রামনগর ইউনিয়নের দুলার ডাঙ্গী আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করতেন। ওই এলাকার বাসিন্দারা শনিবার দুপুরে মেহগনি বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ফরিদপুর কোতয়ালী থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. আব্দুল গফফার বলেন, মৃতের মাথায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। তিনি বলেন, ধারণা করা যাচ্ছে তার চালিত রিকশাটি হাতিয়ে নেওয়ার জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।