শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

জলঢাকায় ১৮০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার-১

জলঢাকায় ১৮০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার-১
রবিউল ইসলাম রাজ,জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় ১৮০ বোতল ফেনসিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পহেলা এপ্রিল রাত ১০টায় উপজেলার চাওড়াডাঙ্গী দুন্দিবাড়ী সাইফোন পানি উন্নয়ন বোর্ড ক্যানেলের পাকা রাস্তা নামক স্থান থেকে আসামীকে মাদকসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি মিলন পাড়া এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মাদক সম্রাট মইনুল হক (৩৫)। থানা সূত্রে জানা যায়,পুলিশ সুপার গোলাম সবুর (পিপিএম) এর দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম এর নেতৃত্বে একটি চৌকস অভিযান টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ পুলিশি চেকপোস্ট বসিয়ে দুন্দীবাড়ি হইতে চাওড়াডাঙ্গী গামী পাকা রাস্তায় চকচকার দোলা ছোট সাইপোন নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেলের পাকা রাস্তার উপর হইতে মইনুল হককে বিশেষ কায়দায় নেভি ব্লু রঙের কাপড় দ্বারা তৈরি বস্তার ন্যায় ব্যাগ ১৮০ বোতল ফেনসিডিল সহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল আটক করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জলঢাকা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(গ) মামলা রুজু করেছে। বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলম বলেন মাদককে জিরো টলারেন্স করার অঙ্গীকার নিয়ে জলঢাকা উপজেলাকে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন