মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দৈনিক ওশান পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৈনিক ওশান পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরহাদ খান, নড়াইল

নড়াইল থেকে প্রকাশিত দৈনিক ওশান পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৩১তম বর্ষে পদার্পণ উপলক্ষে শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক ওশান পত্রিকার সম্পাদক ও নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন-পুলিশ সুপার মেহেদী হাসান। এছাড়া উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, ট্রাফিক ইন্সপেক্টর কাজী হাসানুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম, সাবেক সভাপতি এনামুল কবির টুকু, সাবেক সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদসহ সাংবাদিকবৃন্দ।

অতিথিবৃন্দ বলেন, দৈনিক ওশান পত্রিকা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে বলে আমরা আশা করছি। নড়াইল থেকে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকাটির আরো সাফল্য ও সমৃদ্ধ কামনা করেন সবাই।

এদিকে, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ও নবাগত পুলিশ সুপার মেহেদী হাসানকে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন