আওয়ামীলীগের ১৪ বছরের উন্নয়ন তুলে ধরতে কলাপাড়ায় গ্রাম পর্যায়ে জনসভা শুরু
কলাপাড়া প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের গত ১৪ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড তৃণমূলে পৌঁছে দিতে ও সাংগঠনিক কর্মকান্ড বাড়াতে পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাম পর্যায়ে জনসভা শুরু করেছে উপজেলা আওয়ামীলীগ।
শুক্রবার বিকালে কলাপাড়ার লালুয়া বানাতি বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য মহিবুবুর রহমান এমপি।
লালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারিকুল ইসলাম খানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদা, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস প্রমূখ।
সভায় প্রধান অতিথি মহিবুবুর রহমান এমপি বলেন, কলাপাড়ায় পায়রা বন্দর, পায়রা ১৩২০ মেগা ওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র, সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের মতো মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। নির্মাণ কাজ শুরু হয়েছে শের-ই বাংলা নৌঘাটিসহ আরো দুটি বিদ্যুৎ কেন্দ্র। এছাড়া সড়ক যোগাযোগসহ কুয়াকাটা পর্যটন কেন্দ্রের ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই প্রধানমন্ত্রীর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়া আহ্বান জানান।