শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

জামায়াত বিভাজন ও বৈষম্যমুক্ত ন্যায় ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চায়-মাওলানা আবদুল হালিম

জামায়াত বিভাজন ও বৈষম্যমুক্ত ন্যায় ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চায়-মাওলানা আবদুল হালিম

এন,এম,সজীব: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, “যারা ৩টি জাতীয় নির্বাচনে মানুষকে ভোট দিতে দেয়নি, সেই পরাজিত শক্তি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার হারিয়েছে। কর্তৃত্ববাদী দল আওয়ামী লীগ সাড়ে ১৫ বছর ক্ষমতা দখলে রেখে জামায়াতের শীর্ষস্থানীয় ১১ জন নেতাকে মিথ্যা ও সাজানো মামলায় ফাঁসিতে ও কারাগারে বন্দি রেখে বিচারের নামে প্রহসন করে হত্যা করেছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধীদল ও মতের হাজার হাজর নেতাকর্মীকে নির্যাতন-নিপীড়নে জর্জরিত করেছে।

তিনি আরও বলেন, জামায়াত প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, তবে অন্যায়কারীদের শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর। জামায়াতে ইসলামী বিভাজন ও বৈষম্যমুক্ত ন্যায় ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চায়। এই নতুন বাংলাদেশ গড়তে পতিত স্বৈরাচারের যে কোনো ষড়যন্ত্র ছাত্র-জনতা শক্তহাতে রূখে দিবে, ইনশাআল্লাহ।

প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম বলেন, জামায়াতে ইসলামীর দায়িত্ব পালন কোনো আনন্দের বিষয় নয় এবং দায়িত্ব আসলে মিষ্টি বিতরণ হয়না। বরং দায়িত্বের গুরুভারের কারণে চোখে পানি চলে আসে। জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নির্বাচনের স্বতন্ত্র বৈশিষ্ট্য এখানেই। আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে, জবাবদিহিতার অনুভূতি নিয়ে সকলকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। সকল দায়িত্বশীলকে পারস্পরিক মধুর ও সহযোগিতামূলক সম্পর্কের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনী ও সাংগঠনিক কাজ সমানভাবে আঞ্জাম দিতে হবে।”

১৫ নভেম্বর, জুমআবার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকায় শহীদ ও দিনাজপুরের বিরলের বাসিন্দা আসাদুল হক বাবুর পরিবারের সাথে সাক্ষাৎ করে তার সদ্যপ্রসূত কন্যা সন্তানের জন্য দোয়া এবং দিনাজপুর জেলা জামায়াত অফিসে জেলা মজলিসে শূরার পৃথক দুটি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর প্রিন্সিপাল আনিসুর রহমানের সভাপতিত্বে মজলিসে শূরার অধিবেশনে মুহাদ্দিস ডক্টর এনামুল হক কে সেক্রেটারি এবং রাজিবুর রহমান পলাশ ও সাইদুল ইসলাম সৈকত (২ জন) কে সহকারী সেক্রেটারি করে ১৫ সদস্য বিশিষ্ট জেলা কর্মপরিষদ গঠন করা হয়। অধিবেশনে জেলা মহিলা বিভাগের সেক্রেটারি ও ৩ জন সহকারী সেক্রেটারিসহ ১৫ সদস্যের মহিলা বিভাগীয় কর্মপরিষদও গঠন করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর ও সাবেক চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান জনাব আফতাব উদ্দীন মোল্লা এবং সাবেক জেলা আমীর আনোয়ারুল ইসলাম।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন