বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শ্রীমঙ্গলে প্রশাসন ও ব্যবসা বানিজ্য স্বাভাবিক রাখতে শিক্ষার্থীদের উৎসাহ

শ্রীমঙ্গলে প্রশাসন ও ব্যবসা বানিজ্য স্বাভাবিক রাখতে শিক্ষার্থীদের উৎসাহ

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রশাসন, ব্যবসা বানিজ্য স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের আতঙ্ক কাটাতে শিক্ষার্থীরা মিছিল সহকারে উৎসাহিত করছেন। থানা ও উপজেলায় গিয়ে কর্মচাঞ্চল্য ফেরাতে কর্মকর্তাদের উৎসাহিত করছেন।

রোববার (১১ আগস্ট) দুপুরে শিত্ষার্থীরা জনসাধারণকে অভয় ও উৎসাহিত করতে একটি মিছিল বের করেন। মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানুষকে নির্বিগ্নে ব্যবসা বানিজ্য করতে উৎসাহিত করেন। পরে তারা থানা ও উপজেলা প্রশাসনে গিয়ে কর্মচাঞ্চল্য ফেরাতে কর্মকর্তাদের অভয় উৎসাহিত করেন। এসময় শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া মধু, শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী ও শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে শ্রীমঙ্গলের বিভিন্ন সড়ক যানজটমুক্ত রাখতে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্খীরা দায়িত্ব পালন করে আসছেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন