প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে তাবলীগ জামাতের স্মারকলিপি প্রদান
দিনাজপুর প্রতিনিধি : তাবলীগ জামাতের একাংশের আমীর মাউলানা সাদ কান্দলভী ( দা.বা.) কে বিশ্ব ইজতেমায় বাংলাদেশ আসার পক্ষে দিনাজপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে দিনাজপুর জেলা তাবলীগ জামাতের একাংশের সাথীরা।
আজ সোমবার ২ ডিসেম্বর সকাল ১১ টায় দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক মো: নুর-এ আলম ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এর হাতে স্মারকলিপি লিপি তুলে দেন দিনাজপুর জেলা তাবলীগ জামাতের সুরাসাথীরা।
এ সময় তবলীগ জামাতের সুরা সদস্য ড.তহিদার রহমান, আলহাজ্ব মোঃ আব্দুর জব্বার , প্রফেসর ইব্রাহিম খলিল, মোঃ শেখ সাব্বীর আলী। দিনাজপুর জেলা আমিরে ফয়সাল ড. আব্দুল হাকিম, আলহাজ্ব মেহেরুল ইসলামসহ দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কয়েক শতাধিক সাদপন্থী তাবলীগ জামাতের সাথীরা এ সময় উপস্থিত ছিলেন।