মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

প্রধানমন্ত্রীকে বিএনপি নেতার হুমকির প্রতিবাদে আটোয়ারীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে বিএনপি নেতার হুমকির প্রতিবাদে আটোয়ারীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা: প্রধানমন্ত্রীকে বিএনপি নেতা কর্তৃক কবর স্থানে পাঠানোর হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আওয়ামীলীগ। দলটির কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে সোমবার বিকেলে উপজেলা পকিরগঞ্জ বাজার দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়। এখানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফজলুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঃ কুদ্দুশ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা কৃষকলেিগর সভাপতি মোঃ কামরুজ্জামান গোলাপ প্রমুখ বক্তব্য রাখেন। কর্মসুচিতে স্থানীয় কৃষকলীগ, ছাত্রলীগ ও যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও মহিলা আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।
প্রসঙ্গত ঃ শ্রক্রবার (১৯ মে) রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় পাঠে বিএনপি’র সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে কবরে পাঠানোর হুমকি দেন রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ। সেসময় তিনি বলেন ‘ আর ২৭ দফা বা ১০ দফা নয়’ শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন