বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সদ্য সংবাদ:

পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: মাদক নয় খেলা ধরো খেলাধুলায় জীবন গড়ো-এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ ডিসেম্বর রবিবার বিকালে উপজেলা খোদাবক্স স্টেডিয়ামে রেলওয়ে কুলি পট্টি তরুণ সংঘ কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় যে দুটি দল পরস্পর মোকাবেলা করে তারা হলো,পাঁচবিবি ফুটবল একাডেমী একাদশ বনাম রেলওয়ে কুলিপট্টি তরুণ সংঘ একাদশ। নির্ধারিত ৫০ মিনিটের এ খেলায় উভয়ের মধ্যে কোন গোল না হলে পরে ট্রাইবেকারে রেলওয়ে কুলিপট্টি তরুণ সংঘ কে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে  চ্যাম্পিয়নশিপ অর্জন করে পাঁচবিবি ফুটবল একাডেমি একাদশ। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম।
পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক মারুফ হাসান রুবেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও খাসি প্রদান করেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তারুণ্যের অহংকার মোঃ শামীম হোসেন মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,থানা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী। আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, থানা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক শামসুল হুদা মন্ডল দুলাল, আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ। শট ফুটবল টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করেছিল। ফাইনাল খেলা দেখতে মাঠে ছিল ক্রীড়া প্রেমী শত শত উৎসুক দর্শনার্থীর ভিড়। মাদকমুক্ত যুব সমাজ গড়তে ফুটবলের এ আয়োজনে সার্বিকভাবে পৃষ্ঠপোষকতা করেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তরুণ উদীয়মান নেতা শামীম হোসেন মন্ডল।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন