বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সদ্য সংবাদ:

যানজট মুক্ত শহর নিশ্চিত করতে হোমনা পৌরসভায় রোড ডিভাইডার স্থাপন

যানজট মুক্ত শহর নিশ্চিত করতে হোমনা পৌরসভায় রোড ডিভাইডার স্থাপন
 হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ তারুণ্য শক্তিতে দেশ ও পৃথিবী বদলে দেওয়ার প্রত্যয়ে যানজট মুক্ত শহর নিশ্চিত করতে হোমনা সদরে রোড ডিভাইডার স্থাপন করছে হোমনা পৌরসভা। আজ বৃহস্পতিবার হোমনা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাচ্ছের উপজেলা পোস্ট অফিস মোড়ে এ রোড ডিভাইডার স্থাপন করেন। এসময় পৌরসভার সচিব শাহাদাৎ হোসেন, প্রকৌশলী জহির উদ্দিন, হিসাব রক্ষক মো. বিল্লাল হোসেনসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা সঙ্গে ছিলেন।উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন