ভ্যাট ও শুল্ক বৃদ্ধির বিষয়ে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ভ্যাট ও শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ এবং টিসিবির ট্রাক সেল কর্মসূচি বন্ধের বিষয়ে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি।
শনিবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা বাংলা মোটর জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রতিক্রিয়া জানানো হবে।
জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র মুশফিক উস সালেহীনের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে দুপুর সাড়ে ১২টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ভ্যাট, শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ এবং টিসিবির ট্রাক সেল কর্মসূচি বন্ধের প্রতিক্রিয়া জানানো হবে।
বিভাগ রাজনীতি