কালীগঞ্জের কালী মন্দিরের দরজা ভেঙে অষ্টধাতুর প্রতিমা ও স্বর্ণের মুকুট চুরির
লালমিনরহাট প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলায় একটি কালী মন্দিরের দরজা ভেঙে অষ্টধাতুর একটি প্রতিমা, স্বর্ণের মুকুট ও ৩টি চেইন প্রায় ১০ লক্ষ টাকার সরঞ্জামাদি চুরি হয়েছে।
বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫ ইং তারিখে লালমনিরহাটের ওই উপজেলার তুষভান্ডার ভবতারিণী কালী মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। শুক্রবার ১০ জানুয়ারী মন্দিরের সাধারণ সম্পাদক অরুন কুমার দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
খবর পেয়ে শুক্রবার ১০ জানুয়ারী লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় মন্দির কমিটি জানান, শুক্রবার সকালে তুষভান্ডার ভবতারিণী কালী মন্দিরের দরজা ভাঙা অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে মন্দিরের ভেতরে গিয়ে দেখা যায়, অষ্টধাতুর একটি প্রতিমা, স্বর্ণের ৩টি চেইন ও একটি মুকুট নেই। এছাড়া সিসি ক্যামেরাসহ মন্দিরের আরও সরঞ্জামাদি চুরি হয়েছে।
মন্দিরের সাধারণ সম্পাদক অরুণ কুমার দাস সংগ্রাম বলেন, প্রায় ১০ লক্ষ টাকার সরঞ্জামাদি চুরি হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এ ঘটনায় আমরা হিন্দু সম্প্রদায় অনেকটাই আতংকে রয়েছি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দিরে পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনায় দোষীদের দ্রুতই আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।