বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কলাপাড়ায় আশুগঞ্জ পাওয়ার প্লান্ট নির্মাণে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ্য পরিবারকে পূনর্বাসনের দাবিতে মানববন্ধন।। 

কলাপাড়ায় আশুগঞ্জ পাওয়ার প্লান্ট নির্মাণে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ্য পরিবারকে পূনর্বাসনের দাবিতে মানববন্ধন।। 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালী  কলাপাড়ার ধানখালী ও চম্পাপুর ইউনিয়নে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী লিঃ কর্তৃক জমি অধিগ্রহণের ফলে বাড়ি-ঘর হারানো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের ঘর দ্রুত হস্তান্তরের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে আশুগঞ্জ পুনর্বাসন প্রকল্পের সামনে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ্য পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীসহ পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের  হাফিজুর রহমান পিন্টু গাজী, খবির মোল্লা, আব্বাস মৃধা, সালাম হাওলাদার, ইউপি সদস্য আল মামুন মৃধা, হুমায়ুন মোল্লা, রাশেদা বেগম, মোসাঃ সীমা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কর্তৃপক্ষ ধানখালী ও চম্পাপুর ইউনিয়নে ৯২৫.৫০ একর জমি অধিগ্রহণ করে। এই জমিতে বসবাসকারী সকল পরিবারকে উচ্ছেদ করেছ। জমি অধিগ্রহণের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পুনর্বাসনের ব্যবস্থা করে উচ্ছেদ প্রতিশ্রুতি দিলেও দুই বছরেও পুনর্বাসনের ঘর হস্তান্তর করেনি। ফলে উচ্ছেদ হওয়া পরিবারগুলো চরম মানবেতর জীবন যাপন করছে। অনেক পরিবার  বেড়িবাঁধের ঢালে এবং খাস জমিতে বসবাস করছে। তারা দ্রুত পুনর্বাসন ঘর হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলেন, “আমরা আমাদের বসতভিটা হারিয়েছি, এখন আশ্রয়ের জন্য প্রতিশ্রুত আবাসনেট ঘরগুলো দ্রুত হস্তান্তর করা না হলে আমরা আরও সংকটে পড়ব। এ বিষয়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বৈশাখের মধ্যে তাদের দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে বলে আলটিমেটাম দেন। পুনর্বাসনের ঘর হস্তান্তর না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য পাঁচজুনিয়া গ্রামে ১৫ একর জমিতে ১৭৫টি পরিবারের জন্য ঘর নির্মান কাজ চলমান আছে। তবে নির্মানকাজ চলছে খুবই ধীরগতিতে।

২০২৩ সালের ১৪ মার্চ কলাপাড়ার  চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামে অধিগ্রহণকৃত জমিতে বসবাসকারী প্রায় ১০০টি পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করতে পুলিশ প্রশাসনের সহযোগীতায় অভিযান চালানো হয়। এই অভিযানে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানী এবং সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারপর থেকে পর্যায়ক্রমে অধিগ্রহণকৃত সকল পরিবারকে উচ্ছেদ করা হলেও এখন পর্যন্ত পুনর্বাসনের ঘর হস্তান্তর করা হয়নি।

##

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন