মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

যে ৫ দেশের হয়ে খেলার সুযোগ পাবে রোনালদোর ছেলে

যে ৫ দেশের হয়ে খেলার সুযোগ পাবে রোনালদোর ছেলে

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। হয়তোবা আর খুব বেশি দিন তাকে দেখা যাবে না আন্তর্জাতিক ফুটবলে। তবে তিনি রেখে যেতে পারেন তার উত্তরসূরি। রোনালদো জুনিয়র ইতোমধ্যেই একাধিক ক্লাবের জুনিয়র দলে খেলেছে।

১৪ বছর বয়সেই তার প্রতিভার ছাপ রেখেছে রোনালদো জুনিয়র। ইতোমধ্যেই জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে খেলেছে। বর্তমানে তার বাবার ক্লাব আল নাসরের যুবদলে খেলছে সে।

এবার সামনে আসছে তার জাতীয় দলে খেলা নিয়েও। তবে সে কোন দেশের হয়ে খেলবে? যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, স্পেন, কেপ ভার্দে এবং পর্তুগালের হয়ে খেলার সুযোগ আছে তার বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

২০১০ সালে ক্যালিয়াফোর্নিয়ার সান দিয়েগোতে জন্ম গ্রহণ করেছেন রোনালদো জুনিয়র। সেই সূত্রে যুক্তরাষ্ট্রের ফুটবল দলে খেলতে পারবে সে। তবে এই দেশের হয়ে ছেলে খেলুক এমনটা হয়তো চাইবনে না রোনালদো। তাই যুক্তরাষ্ট্রের জার্সিতে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই।

দুই মেয়াদে রোনালদো খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এর ফলে চাইলে ছেলেকে ইংল্যান্ড দলে খেলাতে পারেন রোনালদো।

রোনালদো জুনিয়রের জন্ম ক্যালিয়াফোর্নিয়ায় হলেও তার শৈশব কেটেছে স্পেনে। অন্তত ৮ বছর পর্যন্ত রোনালদোর সঙ্গে এ দেশেই ছিল। আর আইনগতভাবে ১০ বছরের নিচের বয়সী কেউ যদি অন্তত ৩ বছর স্পেনে থাকে, তবে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সে হিসেবে স্পেনের হয়ে খেলার দরজাও খোলা আছে রোনালদো জুনয়রের।

রোনালদো জুনিয়রের নানীর বাড়ি মূলত আফ্রিকান দ্বীপ কেপ ভার্দেতে। তাই সেই দেশের হয়েও খেলার সুযোগ আছে তার। তবে শেষ পর্যন্ত বাবার মতো পর্তুগালের জার্সিতেই দেখা যেতে পারে তাকে। হয়তোবা রোনালদো নিজেও চাইবেন তার ছেলে নিজের দেশের হয়েই খেলুক।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন