৮দিন হিলি স্থল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ।


হিলি প্রতিনিধিঃ ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগমি শনিবার (০৬ এপ্রিল ) হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি পুনরায় শুরু হবে । বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো: নাজমুল হক ।
মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব “পবিত্র ঈদ-উল-ফিতর উৎযাপন উপলক্ষ্যে আগামি ২৯ মার্চ হইতে ০৫ এপ্রিল রোজ শনিবার পর্যন্ত মোট আট(০৮) দিন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পুনরায় আগামী ০৬ এপ্রিল রোজ রবিবার হইতে আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি শুরু হবে।
হিলি ইমিগ্রেশন ওসি মো:আশরাফুল ইসলাম বলেন,ঈদুল ফিতর উৎযাপন উপলক্ষে ৮ দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।