বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ফুলবাড়ীতে সোর্স সন্দেহে প্রতিপক্ষের হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ  চারজন আহত

ফুলবাড়ীতে সোর্স সন্দেহে প্রতিপক্ষের হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ  চারজন আহত
ফুলবাড়ী ( কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের সোর্স সন্দেহে প্রতিপক্ষের হামলায় এসএসসি পরীক্ষার্থী ও নারী সহ চারজন আহত হয়েছেন। শনিবার বিকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দ বকসি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তারা  ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ীতে অবস্থান করছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগে জানা যায়,  ওই গ্রামের নজু মিয়ার ছেলে লিমন (৩২) এবং মিঠু মিয়ার ছেলে মজনু (৩০) দীর্ঘদিন থেকে একই গ্রামের রজব আলীর ছেলে আনারুল (৩২) কে পুলিশের সোর্স সন্দেহ করে আসছে। গত শনিবার বিকালে আনারুল মোবাইলে কথা বলতে বলতে লিমন ও মজনুর পাশ দিয়ে বাড়ীতে যান। আনারুল বাড়ীতে পৌছার কিছুক্ষণ পর লিমন, মজনুসহ চার-পাঁচজন  দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে আনারুলের বাড়ীতে হামলা চালায়। এ সময়  তারা আনারুলকে পুলিশের সোর্স হিসাবে গালাগাল দিতে থাকে।  আনারুল অকথ্য গালিগালাজের প্রতিবাদ করলে লিমন, মজনু সহ অন্যরা লাঠি দিয়ে আনারুলকে এলোপাথারী মারধোর করে। লাঠির আঘাতে আনারুলের মাথা ফেটে গুরুতর জখম হয়। আনারুলকে বাঁচাতে পরিবারের সদস্যরা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকেও মারধোর করে। এতে আমেনা (৫০) রজব আলী (৬০) আহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে আনারুল ও আমেনার অবস্থা গুরুতর হওয়ায় তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনার পরের দিন রবিবার সকালে আনারুলের ভাতিজা এসএসসি পরীক্ষার্থী জসিম উদ্দিন (১৭) পরীক্ষা দেয়ার জন্য অটোরিকশা যোগে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দিলে লিমন ও মজনু অটোরিকশা থামিয়ে জসিমকে বেদম মারধোর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যায়। এ ঘটনায় আবারও হামলার আশংকা করছেন পরিবারের সদস্যরা।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য শ্যামল চন্দ্র মন্ডল জানান, সোর্স সন্দেহে একজনকে মারধোরের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন