শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দৈনিক আমার দেশ পএিকার সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা  মিথ্যা মামলা অবিলম্বে  প্রত্যাহারের দাবীতে মানববন্ধন 

দৈনিক আমার দেশ পএিকার সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা  মিথ্যা মামলা অবিলম্বে  প্রত্যাহারের দাবীতে মানববন্ধন 
লালমনিরহাট প্রতিনিধিঃ দৈনিক আমার দেশ-এর মজলুম সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ ওই পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ইং তারিখ  সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লালমনিরহাট শহরের মিশনমোড় চত্বরে  ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা  বলেন,অবিলম্বে একুশে পদকপ্রাপ্ত আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের  আহবান জানান।
 পাঠকমেলা লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে ও আমার দেশ লালমনিরহাট জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাসান উল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক  আহমেদুর রহমান মুকুল, সিনিয়র সাংবাদিক মোঃ লাভলু শেখ,  সাপ্তাহিক লালমনির কন্ঠের নির্বাহী সম্পাদক মোঃ মফিজুর রহমান জিএস বাবু, নয়া দিগন্ত পত্রিকার জেলা  প্রতিনিধি, মোঃ আসাদুল ইসলাম সবুজ , সাপ্তাহিক আলোর মনির সম্পাদক, মাসুদ রানা রাশেদ, মাই টিভি’ ও অবজার পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি মাহফুজ সাজু, সিনিয়র সাংবাদিক, মোতাহার হোসেন, রিয়াজুল ইসলাম, পাঠকমেলার সভাপতি ও ,ফুলবাড়ী কলেজের প্রভাষক হারুন অর রশিদ, এনজিও কর্মকর্তা আমিনুল হক ও পলাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ ।
 অবিলম্বে আমার দেশ পত্রিকার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হলে সারাদেশের সাংবাদিকরা আর বসে থাকবে না।  ফ্যাসিবাদদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন