ভর্তি পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ


মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (ইএমপিজি) প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার এ ফল প্রকাশ করা হয়। এতে ৯ জন উত্তীর্ণ হয়েছেন। তালিকায় পাঁচ নম্বরে উপদেষ্টা আসিফের নাম রয়েছে।
গত ২৫ এপ্রিল ইএমপিজি প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেদিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সশরীরে হাজির হয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন আসিফ মাহমুদ। তার পরীক্ষায় অংশ নেওয়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বেশ আলোচনা হয়।
ইনস্টিটিউটের শিক্ষকরা জানান, এসআইপিজিতে নীতিনির্ধারণ ও শাসনব্যবস্থা বিষয়ে শেখানো হয়। সেখানে শিক্ষাবিদ, পেশাজীবীদের সমন্বয়ে এক বছর মেয়াদি যুগোপযোগী কারিকুলামের ওপর পাঠদান করানো হয়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আসিফ মাহমুদ ইএমপিজি প্রোগ্রামে এক বছর মেয়াদি স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে চান। প্রোগ্রামটি স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের অধীন পরিচালিত হয়। এ প্রোগ্রামের সামার সেশনে (২০২৫) ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলেন তিনি। শিগগির ভর্তির আনুষ্ঠানিকতা শুরু হবে।
জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে স্থান পান তিনি।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে তিনি স্নাতক শেষ করেছিলেন।যাযাদি