রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মাগুরা মাল্টিপ্লেক্সে বড় বিনিয়োগ আনবে এক্সস্পিড ইন্টারন্যাশনাল

মাগুরা মাল্টিপ্লেক্সে বড় বিনিয়োগ আনবে এক্সস্পিড ইন্টারন্যাশনাল

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দেশের প্রাচীনতম ব্যবসায়ী পরিবার মাগুরা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি’ এবং সিঙ্গাপুর-ভিত্তিক কোম্পানি ‘এক্সস্পিড ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড’-এর মধ্যে ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর হয়েছে। কোম্পানি দুটি এই চুক্তির আওতায় বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, শিল্প, রিয়েল এস্টেট, কৃষিভিত্তিক পণ্য, চেইন কোল্ড স্টোরেজ, সাইবার সিকিউরিটিসহ বেশ কিছু খাতে যৌথভাবে প্রকল্প বাস্তবায়ন করবে।

বুধবার (৭ মে) মাগুরা মাল্টিপ্লেক্সের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে জানানো হয়, মাগুরা মাল্টিপ্লেক্সের জন্য বড় অঙ্কের বিনিয়োগ আনবে এক্সস্পিড ইন্টারন্যাশনাল। মাগুরা মাল্টিপ্লেক্সের ব্যবস্থাপনা সক্ষমতা, বিস্তৃত নেটওয়ার্ক ও উন্নত অবকাঠামোর সঙ্গে যুক্ত হচ্ছে এক্সস্পিডের আনা বিনিয়োগ, প্রযুক্তি ও অভিজ্ঞ পেশাদার টিম। প্রতিষ্ঠান দুটি মনে করছে, এই যৌথ উদ্যোগ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং সংশ্লিষ্ট খাতগুলোতে টেকসই উন্নয়ন নিশ্চিত করবে।

প্রতিষ্ঠান দুটির যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তে মাগুরা মাল্টিপ্লেক্সের জমিতে স্মার্ট শিল্প পার্ক তৈরি করা হবে। এই শিল্প পার্কে থাকবে একীভূত উৎপাদন অঞ্চল, বন্ডেড লজিস্টিক হাব এবং বাণিজ্যিক ও আবাসিক কমপ্লেক্স। দেশে চিকিৎসা খাত উন্নয়নে কাজ করা হবে, গড়ে তোলা হবে অত্যাধুনিক হাসপাতাল। এ ছাড়া উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলাসহ আরও কিছু ব্যবসায়িক খাত নিয়ে কাজ করা হবে এই চুক্তির আওতায়।

মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি-এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন গ্রুপের এক্সিকিউটিভ চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন এবং এক্সস্পিড ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড-এর পক্ষে স্বাক্ষর করেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ইয়ে লিয়াং। এ সময় মাগুরা মাল্টিপ্লেক্সের চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীনসহ উপস্থিত ছিলেন মো. আবুল বাশার খান, ব্যবস্থাপনা পরিচালক, ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড; মো. আনিসুর রহমান, পরিচালক (কমপ্লায়েন্স); মো. নাইমুল ইসলাম, পরিচালক (স্ট্র্যাটেজিক ফিনান্স); মো. রেজাউল হক, উপপরিচালক (ব্যবসা উন্নয়ন) ও অন্যরা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন