এবার আরাফায় খুতবা দিবেন শেখ সালেহ বিন হুমাইদ


মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সারা বিশ্বের মুসলমানরা পবিত্র হজের প্রস্তুতি নিতে শুরু করেছেন। বিভিন্ন দেশ থেকে এরই মধ্যে সৌদিতে পৌঁছেছেন। পবিত্র আরাফায় খুতবা হজের অন্যতম কর্তব্য। এ বছর আরাফার ময়দানে খুতবা দিবেন শেখ সালেহ বিন হুমাইদ।
রোববার (২৬ মে) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের ধর্ম বিষয়ক প্রেসিডেন্সি জানিয়েছে, এ বছরে হজের আরাফার খুতবা প্রদান করবেন শেখ সালেহ বিন হুমাইদ। জিলহজ মাসের ৯ তারিখকে ইওমে আরাফা বা আরাফার দিবস বলা হয়। এ দিন হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয়। এই দিনে হজযাত্রীরা আরাফাতে অবস্থিত মসজিদ আল-নিমরা থেকে খুতবা শোনেন এবং জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করেন।
গ্র্যান্ড মসজিদ ও নবী মসজিদের ধর্মীয় বিষয়ক প্রধান শেখ আবদুর রহমান আল-সুদাইস এই নিয়োগের জন্য সৌদি বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ধর্ম বিষয়ক প্রেসিডেন্সি জানিয়েছে, এই নিয়োগ সৌদি আরবের বৈশ্বিক ধর্মীয় নেতৃত্বের প্রতিফলন ঘটায়। এটি দেশটির ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি অব্যাহত সমর্থন ও দুই পবিত্র মসজিদের প্রতি নেতৃত্বের যত্নের প্রতীক।
পবিত্র আরাফার ময়দানে মহানবী হজরত মোহাম্মদ (সা.) ভাষণ দিয়েছিলেন। তার এ ভাষণ বিদায় হজের ভাষণ হিসেবে পরিচিত। শায়খ সালেহ বিন হামিদ সৌদি আরবের শূরা কাউন্সিলের সদস্য এবং মসজিদুল হারামের সাবেক ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার সুপ্রতিষ্ঠিত ধর্মীয় জ্ঞান ও বিচারিক অভিজ্ঞতার কারণে মুসলিম বিশ্বে তিনি বিশেষভাবে সমাদৃত।