বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বিসিএসের প্রিলিমিনারি হতে পারে ১৯ মে

বিসিএসের প্রিলিমিনারি হতে পারে ১৯ মে

মুক্তিনিউজ২৪.কম ডেক্স : আগামী ১৯ মে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি থেকে জানা যায়, বৈঠকে প্রাথমিকভাবে ১৯ মে শুক্রবার পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। পুনরায় আরেকটি বৈঠকে সময় নির্ধারণ করা হবে।

তথ্যানুযায়ী, ৪৫তম বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। এরমধ্যে সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এছাড়াও পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন