বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

যেকোনো সময় ১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

যেকোনো সময় ১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৫ ও ৬ মে। নিয়ম অনুযায়ী- ৬০ দিনের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে হয়। সেই হিসেবে গত ৫ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশের কথা ছিল। উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষকদের ধীরগতিসহ কিছু কারণে যথাসময়ে ফল প্রকাশ সম্ভব হয়নি। তবে চলতি আগস্ট মাসেই এ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএর পরীক্ষা ও মূল্যায়ন শাখার পরিচালক আবদুর রহমান জানান, যাচাই-বাছাইয়ের কাজ চলছে। শেষ হলে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হবে। অনুমতি মিললেই ফল প্রকাশ করা হবে। আশা করছি চলতি মাসেই (আগস্ট) ফল প্রকাশ করা হবে। সেটা চলতি সপ্তাহ কিংবা পরের সপ্তাহে হতে পারে। তিনি বলেন, লিখিত পরীক্ষার ফল প্রকাশে যেহেতু কিছুটা বিলম্ব হচ্ছে তাই মৌখিক পরীক্ষার আয়োজন দ্রুত করা হবে। ২০২০ সালের জানুয়ারিতে ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ২০২২ সালের ৩০ ও ৩১ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ দেড় লাখের মধ্যে ১ লাখ ৪ হাজারের বেশি প্রার্থী গত ৫ ও ৬ মে লিখিত পরীক্ষা দিয়েছেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন