শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

নড়াইলে বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আশার আলো কলেজের শুভ সূচনা

নড়াইলে বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন    আশার আলো কলেজের শুভ সূচনা

ফরহাদ খান, নড়াইল

নড়াইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বুধবার (৭ জুন) সকালে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান। জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-লোহাগড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ এম আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নড়াইল সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাশার আল মামুন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক, নড়াইল সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক তাজমুল ইসলাম, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কৃষ্ণপদ দাস, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মন্নুসহ ফুটবলপ্রেমীরা।

উদ্বোধনী খেলায় নড়াইল সদরের আশার আলো কলেজ ৩-০ গোলে লোহাগড়া সরকারি আদর্শ কলেজকে পরাজিত করে। জেলার ২৪টি কলেজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আগামি ১৩ জুন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন