বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

যেভাবে নামাজ পড়লে ২৫ গুণ বেশি সওয়াব হয়

যেভাবে নামাজ পড়লে ২৫ গুণ বেশি সওয়াব হয়

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : জামাতের নামাজ আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। জামাতে নামাযের জন্য আগে বাড়া প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন এবং মর্যাদা বৃদ্ধি করেন। জামাতে সালাত আদায়ের সওয়াব দেয়ার ক্ষেত্রে দূরত্ব ও পায়ের কদমেরও হিসাব বিবেচনায় আনা হবে।

হযরত আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

জামাতের নামায ঘরের বা বাজারের নামায অপেক্ষা পঁচিশ গুণ বেশি সওয়াব রাখে। কারণ, বান্দা যখন উত্তমরূপে ওযু করে এবং একমাত্র নামাযের উদ্দেশ্যেই ঘর থেকে বের হয় তো প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তার একটি করে মর্যাদা বৃদ্ধি করেন এবং একটি করে গুনাহ মিটিয়ে দেন। -সহীহ বুখারী, হাদীস ৬৪৭

আবু মুসা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম (সা.) বলেছেন, (মসজিদ থেকে) যে যত বেশি দূরত্ব অতিক্রম করে সালাতে আসে, তার তত বেশি সওয়াব হবে। আর যে ব্যক্তি ইমামের সঙ্গে সালাত আদায় করা পর্যন্ত অপেক্ষা করে, তার সওয়াব ওই ব্যক্তির চেয়ে বেশি, যে একাকী সালাত আদায় করে ঘুমিয়ে পড়ে।’ (বুখারি, হাদিস : ৬৫১)

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন