বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

অহেতুক তোষামোদি করা ও অভিশাপ দেওয়া

অহেতুক তোষামোদি করা ও অভিশাপ দেওয়া

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : একজন মানুষ আরেকজনকে কৃতজ্ঞতা জানানো ইসলামের শিক্ষা। কিন্তু তোষামোদি করে প্রশংসা করবে না। আল্লাহতায়ালা তখন অসন্তুষ্ট হন, যখন কোনো ফাসেকের প্রশংসা করা হয়। তবে কারো গুণাবলি তুলে ধরা তোষামোদি নয়। যেমন রাসুলে করিম (সা.) হজরত আবু বকর (রা.), হজরত উমর (রা.), হজরত উসমান (রা.), হজরত আলী (রা.), হজরত মোয়াজ ইবনে জাবাল (রা.)সহ অনেক সাহাবির গুণাবলি তুলে ধরে প্রশংসা করেছেন। হজরত সামুরা ইবনে জুন্দব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, তোমরা একে অপরকে আল্লাহর অভিসম্পাত, তার গজব ও জাহান্নামের বদদোয়া করো না। মুসনাদে আহমদ

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন