রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কোরবানি, যাকাত, হজের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ কী কী?

কোরবানি, যাকাত, হজের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ কী কী?

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কোরবানি, যাকাত, হজ, ফিতরা ইসলামের গুরুত্ব বিধান। এর মধ্যে যাকাত ও হজ ফরজ। কোরবানি ও সদকাতুল ফিতর ওয়াজিব। এই বিধানগুলো পালনের ক্ষেত্রে শর্ত হলো নিজের জীবনোপকরণের থেকে অতিরিক্তি সম্পদ থাকলে কোরবানি, যাকাত, হজ, সদকাতুল ফিতর আদায় করতে হয়। অর্থাৎ, কারো কাছে নিজের প্রয়োজনের অতিরিক্তি সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলার রূপা এর সমতুল্য সম্পদ এক বছর থাকলে এবং তা বর্ধনশীল হলে যাকাত ফরজ হবে। হজ ফরজ হয় কারো কাছে নিজের জীবনোপকরণের বাইরে মক্কায় গিয়ে হজ করে আসা পরিমাণ সম্পদ থাকলে। কোরবানি ওয়াজিব হয় কারো কাছে ১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের ভেতরে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ অর্থাৎ, সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলার রূপা এর সমতুল্য সম্পদ থাকলে। সদকাতুল ফিতর ওয়াজিব হয় কারো কাছে ঈদুল ফিতরের দিন সকালে প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদ অর্থাৎ, সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলার রূপা এর সমতুল্য সম্পদ থাকলে। তবে ফিতরা দেওয়ার জন্য তার কাছে এই সম্পদ এক বছর থাকা শর্ত নয়। এই বিধানগুলো পালনের ক্ষেত্রে যেই প্রয়োজনের অতিরিক্ত সম্পদের কথা বলা হয়েছে। তা আসলে কী?— এ বিষয়ে ইসলামি আইন ও ফেকাহশাস্ত্রবিদদের বক্তব্য হলো—

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন