রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

ঢাকা-১৭ আসন : ১৫ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই আজ

ঢাকা-১৭ আসন : ১৫ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই আজ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক: ঢাকা-১৭ আসনে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের যাচাই-বাছাই হবে আজ রোববার (১৮ জুন)। এই আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ২০ জন মনোনয়ন ফরম কিনলেও জমা দিয়েছেন ১৫ জন প্রার্থী। এর মধ্যে রাজনৈতিক দল মনোনীত প্রার্থী ১০ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছে ৫ জন।

 

গত বৃহস্পতিবার (১৫ জুন) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল।

 

তফসিল অনুযায়ী, মনোনয়ন বাছাই হবে আজ ১৮ জুন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। পরদিন প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট নেওয়া হবে।

 

রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জানান, বৃহস্পতিবার এই উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল। নির্ধারিত সময়ের মধ্যে ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

উল্লেখ্য, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে আসনটি শূন্য হয়। সংসদের কোনো আসন শূন্য হলে নব্বই দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। এই হিসাবে আসনটিতে ১২ আগস্টের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

 

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন