পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের
মোস্তাকিম হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রেনের ধাক্কায় মোস্তাক আহম্মেদ (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার রাতে পাঁচবিবি ১ নং রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাক আহমেদ পৌর এলাকার মৃত সলিম উদ্দিনের ছেলে এবং সে পেশায় একজন দর্জি ব্যবসায়ী।
প্রত্যদর্শীরা জানান,নিহত মোস্তাক আহম্মেদ ১ নং রেলগেট সংলগ্ন তার দোকান থেকে বের হয়ে পূর্ব পাশে দোকানে চা খাওয়ার জন্য রেলগেট পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে ১নং রেলগেট অতিক্রম করার সময় ধাক্কা লেগে সেখানেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক।