সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সংবাদ শিরোনামঃ

সিলেটে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত অফিসার-ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

সিলেটে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত অফিসার-ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আমির উদ্দিন :সিলেট জেলার ১১ উপজেলার ৪৪৪টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আজ বিকাল ০৩.০০ ঘটিকায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত অফিসার-ফোর্সদের ব্রিফিং প্যারাড অনুষ্ঠিত হয়। সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান ব্রিফিং প্রদান করেন।

 এ সময় পুলিশ সুপার বলেন, সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সর্তক রয়েছে। শান্তিপূর্ণভাবে পুজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পোষাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোষাকে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হবে।

 সিলেট জেলাধীন সকল সার্কেল ও থানার অফিসার ইনচার্জগণকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোন পরিস্থিতি মোকাবেলায় সর্তক থাকার নির্দেশ প্রদান করেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন