সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক  সাক্ষরতা দিবস পালিত

নন্দীগ্রাম (বগুড়া) , সংবাদদাতা :

‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি নন্দীগ্রাম পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী ছিদ্দিক, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের উপজেলা প্রোগ্রাম ম্যানেজার আমিনুল ইসলাম, প্রোগ্রাম সুপার ভাইজার সাইফুল ইসলাম ও মামুনুর রশিদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন